বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশের প্রথম বিশেষায়িত সরকারি ডিজিটাল বিশ্ববিদ্যালয়। ২০১৬ সালের ২৬ জুলাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জাতীয় সংসদে গাজীপুর জেলার কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক পার্ক সংলগ্ন ৫০ একর জায়গাজুড়ে এই বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্যে আইন প্রণয়ন করে।

সার্টিফিকেট কোর্স অন ডিজিটাল লার্নিং ডিজাইন, সার্টিফিকেট কোর্স ইন সাইবার সিকিউরিটি কোর্সে অংশগ্রহণ করে বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরের শিক্ষার্থীরা সহজ পদ্ধতিতে এবং স্বল্প খরচে হাতে কলমে দক্ষতার সনদ অর্জন করতে পারবে যা বাংলাদেশকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে আরও এক ধাপ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তৈরি হবে যুগোপযোগী প্রযুক্তি উদ্যোক্তা যার ফলে সম্প্রসারিত হবে দেশের প্রযুক্তির বাজার এবং তৈরি হবে নতুন নতুন কর্মসংস্থান। ঢাকা রিসোর্ট বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটি থেকে মাত্র ১৯ কিলোমিটার দূরে।